
মরণদশা ___ আহসান তানভিন Ahsan tanvin rip ================= মাঝরাতে তন্দ্রাঘোরে লিখতে বসিয়াছিলাম অচেতচিত্তে কিন্তু পরবর্তী অংশ হিসেবে চোখের জল ঢালিয়া দিলাম সাদাসিধা জীবনীতে। এতো গভীরতা আছে কি তাহলে- না কি সব কিছু ভালোই এই ভাবতে শুরু হয় জোছনা ছাতিম পড়া। জিবনের সুর বদলাতে হবে যেই ভাবা তেমন কাজ শুরুর আগেই মারা যেতে কপাল কুন্ডলীর অজুহাত। ছ্যাঁচোর দিন তো কি স্বপ্নগুলো ঠিকঠাক এঁকেছি ঐ চোখের জলে লিখেছি বলে অকালেই প্রাণ হারিয়েছি।। www.facebook.com/urahsan